মৌলভীবাজারের কুলাউড়া উজেলায় ইয়াবাসহ রুজিনা বেগম (২৫) কে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বিগত ৫ সেপ্টেম্বর হতে সারাদেশে মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, মৌলভীবাজার এর পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি কুলাউড়া থানাধীন শরীফপুর ইউপি ইটারঘাট এলাকাস্থ অভিযান চারিয়ে আসামী রুজিনা বেগম(২৫) এর দখলীয় বসতঘর হইতে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী রুজিনা বেগমকে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ জলাল মিয়া প্রকাশ জালাল (৩১) ঘটনার সময় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের করা হয়।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS