শিরোনাম
শ্রীমঙ্গল থানাধীন সিন্দুর খান এলাকায় ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
বিস্তারিত
অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
অভিযানের সংখ্যা: ০৩টি।
অভিযানের তারিখ ও সময়: ২০.০১.২০২৫ খ্রি:। ১০.০০-১০.৩০ ঘটিকা।
ঘটনাস্থল: শ্রীমঙ্গল থানাধীন সিন্ধুরখান ইউ.পির মধ্য বেলতলী গ্রামস্থ আসামীর নিজ দখলীয় বসতঘর।
মামলা: ০১ টি(নিয়মিত)
আসামির সংখ্যা:
০১ জন(গ্রেফতার)
আসামীর নাম ও ঠিকানা: মো: আব্দুল কাদির (৩৯) , পিতা: মৃত রইছ মিয়া মাতা-মৃত.গোলাপ চাদ।
সাং- মধ্য বেলতলী ইউ.পি- সিন্ধুরখান, থানা -শ্রীমঙ্গল জেলা- মৌলভীবাজার।
আলামত:
একটি কালো রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে মিথাইল অ্যামফিটামিনযুক্ত গোলাপী লালচে বর্ণের ট্যাবলেট যার কথিত নাম ইয়াবা ৬৬( ছেষট্টি) পিস ও বাংলাদেশী মুদ্রা বিভিন্ন মানের ৭০০০(সাত হাজার)টাকা ।।
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক ১০(ক) ও ২৬(১)
বাদী: কাঁকন রায়, উপপরিদর্শক।