শিরোনাম
শ্রীমঙ্গল থানাধীন জাগছড়া চা বাগানে ১০০ লিটার চোলাই মদ সহ ০২ মাদক ব্যবসায়ী আটক।
বিস্তারিত
অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
অভিযানের সংখ্যা: ০৩ টি।
অভিযানের তারিখ ও সময়: ২০.০১.২০২৫ খ্রি:। ০৭.৩০ হতে ৮.০৫ ঘটিকা ও ৮:১০ হতে ৮:৪০ ঘটিকা।
ঘটনাস্থল: শ্রীমঙ্গল থানাধীন জাগছড়া চা বাগান উপর টিলাস্থ ৩ নং পলাতক আসামী নয়ন চাষা এর নিজ দখলীয় চোলাইমদ তৈরির কারখানা ও ২। শ্রীমঙ্গল থানাধীন জাগছড়া চা বাগান উপর টিলা মাঠ লাইনস্থ ৩ নং পলাতক আসামী নয়ন চাষা এর নিজ দখলীয় বসতঘর।
মামলা: ০১ টি(নিয়মিত)
গ্রেফতার=০২ জন।
পলাতক =০১ জন।
আসামিদের নাম ও ঠিকানা: ১| সত্য রঞ্জন তাঁতী(৫০) গ্রেফতার, পিতা- মৃত.মঙ্গল তাঁতী মাতা-মৃত. জ্যোতি তাঁতী সাং-জাগছড়া চা বাগান,উপরটিলা,৩ নং লাইন থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
২| সঞ্জয় পাল(২৫) গ্রেফতার, পিতা-মৃত. রুপেশ পাল মাতা-মৃত. শান্তি পাল সাং-জাগছড়া চাবাগান,উপরটিলা,লিচু লাইন থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
৩।নয়ন চাষা(৩৫) পলাতক,
পিতা: মৃত. গণেশ চাষা
মাতা: মৃত. অনিতা চাষা
সাং-জাগছড়া চা বাগান,উপরটিলা,মাঠ লাইন থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
আলামত:
১| চোলাইমদ=১০০ লিটার।
ওয়াশ=১৫০০ লিটার।
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক ২৪(খ) ও ৩৭ এবং ৪১।
বাদী: মোঃ আবদুল্লাহ আল মামুন, উপপরিদর্শক।