অদ্য ২২.০৬.২০২৫ তারিখ মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজ উদ্দিন মহোদয়ের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর সমন্বয়ে মৌলভীবাজার সদর থানাধীন মুসলিম কোয়ার্টার, চাদনীঘাট, আলাউদ্দিন রোড, কোর্ট রোড ,শান্তিবাগ ও হাসপাতাল রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে
০১) রহমত আলী(৩৫), পিতা: মেঃ আরু মিয়া, স্থায়ী সাং- বরইছড়া, থানা: সরাইল , জেলা: বিবাড়িয়া। বর্তমান সাং বড়হাট(শাহ আলম মিয়ার ভাড়াটিয়া), থানাঃ সদর,
জেলা ঃ মৌলভীবাজার।
০২) জাকারিয়া আহমেদ রাসেল(৩৫),পিতা: মজনু মিয়া, সাং-জগশ্রী, থানা: সদর, জেলা: মৌলভীবাজার। ০৩) হৃদয় শব্দকর (২৪),পিতা: মৃত. কটাই শব্দকর, সাং-বিন্দাবন পালিত কোনা, পতনঊষার ইউ.পি, থানা : কমলগঞ্জ, জেলা:মৌলভীবাজার
০৪) আমিনুল ইসলাম আরমান (২৩),পিতা: জামাল মিয়া, সাং- রাখা, ০৮ নং কনকপুর ইউ.পি, থানা: সদর, জেলা: মৌলভীবাজার। ০৫) আব্দুল মারুফ(৪০), পিতা: মৃত এরশাদ মিয়া, সাং বানারাই(মুজিবনগর আশ্রয় কেন্দ্র), থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার।
০৬) মিলাদ আহমেদ(২১),পিতা: মোঃ আছান মিয়া, সাং আমিরপুর, পাঁচগাও ইউ.পি, থানা : রাজনগর, জেলা:মৌলভীবাজার।
০৭) মোঃ সুমন মিয়া (৩২), পিতা-মোঃ জব্বার মিয়া, সাং কাজীরবাজার(কলাবাগান আশ্রয় কেন্দ্র), থানাঃ মৌলভীবাজার সদর, মৌলভীবাজারকে মাদক সেবনের অপরাধে ০১নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড, ০২ নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা অর্থদন্ড, ০৩নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড, ০৪নং আসামীকে ৩০(ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- টাকা অর্থদণ্ড, ০৫নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড, ০৬নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড এবং ০৭নং আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।