Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৌলভীবাজার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা।
বিস্তারিত
অভিযান : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার কর্তৃক উদঘাটিত মামলার তথ‍্য:
অভিযানের সংখ্যা: ১১ টি।
ক) ঘটনার তারিখ- ২২.০৪.২০২৫ খ্রিঃ।
সময়:১৫:০০-২১.৪০ ঘটিকা।
খ) ঘটনাস্থল: মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, সৈয়ারপুর রোড, কাশীনাথ রোড,ক্লাবরোড এবং কোর্ট রোড এলাকা। জেলা: মৌলভীবাজার।
গ) আসামীদের নাম ও ঠিকানা:
 ১।মো: হীরা মিয়া (৩৫),
পিতা: মৃত -আব্দুল সামাদ,
মাতা- আলেয়া বেগম, 
সাং- ওয়াপদা রোড, থানা: মৌলভীবাজার সদর,  জেলা: মৌলভীবাজার।
২। খোরশেদ আলম(৫০),
পিতা: আব্দুর রহিম, 
মাতা: খোরশিদা বেগম,
সাং- সৈয়ারপুর
থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজার।
৩। মো:আব্দুল্লাহ(৩৫),
পিতা: শামসুল হক
মাতা: রুপালি বেগম,
সাং-জগন্নাথপুর, 
থানা: মৌলভীবাজার সদর,
জেলা : মৌলভীবাজার। 
৪।  মো: অলি উল্লাহ(৩১),
পিতা-বাবুল খাঁন,
মাতা: লাইলী বেগম
সাং-বড়বাড়ি,  থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজার।
৫। মোঃজাহাঙ্গীর আহমেদ (২৫),
পিতা: মৃত-মতিন মিয়া,
মাতা: মৃত-ফিরোজা বেগম,
সাং- কালেঙ্গা , 
থানা: কমলগঞ্জ,
জেলা : মৌলভীবাজার।
৬। মো: আশরাফুল ইসলাম (২০),
পিতা: নজরুল ইসলাম ,
মাতা: শেফালী বেগম,
সাং- আলী কমপ্লেক্সের ভাড়াটিয়া, 
থানা: মৌলভীবাজার সদর,
জেলা : মৌলভীবাজার।
ঘ) আলামত: গাঁজা= ৭৫০ গ্রাম।
ঙ) ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫)।
চ) মোবাইল কোর্ট মামলা নং- ৩১,৩২,৩৩,৩৪,৩৫ ও ৩৬।
ছ) বাদী:
১) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক।
২)কাঁকন রায়, উপপরিদর্শক।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/04/2025
আর্কাইভ তারিখ
31/12/2025