শিরোনাম
মৌলভীবাজার সদর থানাধীন প্রেমনগর চা বাগান মাদকবিরোধী অভিযানে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী আটক।
বিস্তারিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , মৌলভীবাজার কর্তৃক উদঘাটিত মামলার তথ্য :
১) ঘটনার তারিখ ২৯.০৪.২০২৫
২)সময়ঃ ১০:৩০ -১১:২০টা
৩) ঘটনাস্থল: মৌলভীবাজার সদর থানাধীন প্রেমনগর চা বাগান ১২ নং লাইন এলাকা।
৪) বিষয়: মামলা উদঘাটনের জন্য অভিযান৷
৫)
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
১. চোলাইমদ ২০ লিটার
২.চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশ ৩০০ লিটার।
৬) আটককৃত ব্যক্তির পরিচয় : ১.শ্যামল পাত্র (৩৭), গ্রেফতার, পিতা: মৃত সূর্য কুমার পাত্র, মাতা: অজ্ঞান পাত্র, সাং- প্রেমনগর চা বাগান, ১২নং লাইন , ডাক:নারাইন ছড়া, জেলা: মৌলভীবাজার।
৭) গৃহীত আইনগত ব্যবস্থা: গ্রেফতারকৃত আসামী শ্যামল পাত্র(৩৭) এর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।