অভিযান : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
অভিযানের সংখ্যা: ১০ টি।
ক) ঘটনার তারিখ- ০৮.০৪.২০২৫ খ্রিঃ।
খ) ঘটনাস্থল: মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, সৈয়ারপুর, কাশীনাথ রোড,ক্লাবরোড,ফরেস্ট অফিস রোড এবং কোর্ট রোড এলাকা। জেলা: মৌলভীবাজার।
গ) আসামীদের নাম ও ঠিকানা:
১।মো: ছালেক মিয়া (৩৫),
পিতা: মৃত মোঃ কালাম মিয়া,
মাতা-মোছাঃ সালমা বেগম,
স্থায়ীসাং- উত্তর গোপীনাথপুর, ০৬ নং কার্ফ্রিনাল, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর
বর্তমাব সাং ফারুক মিয়ার কলোনীর ভাড়াটিয়া, ওয়াপদা গেইট, থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজার।
২। দীপন কর(২২),
পিতা: মৃত সুনীল কর,
মাতা: মৃত শিবানী কর,
সাং- পাহাড় বর্ষিজোড়া, ০৭ নং চাদনীঘাট ইউ/পি,
থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজার।
৩। মো: মনজুরুল ইসলাম সোহেল(৩০),
পিতা: মৃত ছালেহ আহমেদ
মাতা: নূরজাহান বেগম,
সাং-কালেঙ্গা, ০১ নং রহিমপুর ইউ/পি,
থানা: মৌলভীবাজার সদর,
জেলা : মৌলভীবাজার।
৪। মো: ইমন মিয়া(২৫),
পিতা-মৃত.মো: ইব্রাহীম মিয়া,
মাতা: ছালেহা বেগম
সাং- সেন্ট্রাল রোড,মিউনিসিপালিটি, ০৫ নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা, থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজার।
৫। সুমন আহমেদ (২৪),
পিতা: কুকিল মিয়া,
মাতা: রুকসানা বেগম,
সাং- কেওলা , ০৫ নং পাঁচগঁাও ইউ/পি,
থানা: রাজনগর,
জেলা : মৌলভীবাজার।
৬। মো: রুবেল মিয়া (২৪),
পিতা: মো: আনফর মিয়া,
মাতা: শাপলা বেগম,
সাং- তাপসীপাড়া, ০৬ নং ওয়ার্ড, আশিদ্রোন ইউ/পি,
থানা: শ্রীমঙ্গল,
জেলা : মৌলভীবাজার।
ঘ) আলামত: গাঁজা= ১১০০ গ্রাম।
ঙ) ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫)।
চ) মোবাইল কোর্ট মামলা নং- ২৩,২৪,২৫,২৬,২৭ ও ২৮।
ছ) বাদী:
১) জাকির হোসেন
পরিদর্শক
২) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক।
৩)কাঁকন রায়, উপপরিদর্শক।