শিরোনাম
মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, সৈয়ারপুর, কাশীনাথ রোড,ক্লাবরোড,ফরেস্ট অফিস রোড,শাহমোস্তফা রোড এবং কোর্ট রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা।
বিস্তারিত
অভিযান : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
অভিযানের সংখ্যা: ১০ টি।
ক) ঘটনার তারিখ- ১৮.০৩.২০২৫ খ্রিঃ।
খ) ঘটনাস্থল: মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, সৈয়ারপুর, কাশীনাথ রোড,ক্লাবরোড,ফরেস্ট অফিস রোড,শাহমোস্তফা রোড এবং কোর্ট রোড এলাকা। জেলা: মৌলভীবাজার।
গ) আসামীদের নাম ও ঠিকানা:
১।বিকাশ চন্দ্র সরকার (৩৫),
পিতা-ভজন চন্দ্র সরকার,
মাতা-শ্যামলী রানী সরকার,
সাং- চুবরা
থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজারl
২। মোঃ খছরু মিয়া(২৪),
পিতা-আব্দুর রউফ
মাতা-আমিরুন বেগম
সাং- বালিকান্দি
থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজার।
৩। মোঃরাজু মিয়া(২১),
পিতা- মুতাব্বির হোসেন,
মাতা- মনোয়ারা বেগম,
সাং-মন্দরী
থানা: বানিয়াচং,
জেলা : হবিগঞ্জ,
৪। মোঃবাবুল মিয়া(৫০),
পিতা-মৃত.কানাই মিয়া,
মাতা-কুসুম বেগম
সাং- সদ্রাকোনা
থানা: মৌলভীবাজার সদর
জেলা : মৌলভীবাজার।
৫।মোঃকামাল মিয়া(২৯),
পিতা- লিয়াকত আলী,
মাতা-রাবেয়া বেগম,
সাং- চাঁদনীঘাট,
থানা:মৌলভীবাজা সদর,
জেলা : মৌলভীবাজার।
৬। মোঃ সজিব শেখ(২৫),
পিতা-আব্দুস সালাম,
মাতা- মমতাজ বেগম,
সাং- গীর্জাপাড়া,
থানা: মৌলভীবাজার সদর,
জেলা : মৌলভীবাজার।
ঘ) আলামত: গাঁজা= ৯০০ গ্রাম।
ঙ) ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫)।
চ) মোবাইল কোর্ট মামলা নং- ৫০,৫১,৫২,৫৩,৫৪,৫৫।
ছ) বাদী:
১)মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক।
২)কাঁকন রায়, উপপরিদর্শক।