শিরোনাম
মৌলভীবাজার সদর থানাধীন কুসুমবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধারপূর্বক আটক ২।
বিস্তারিত
মৌলভীবাজার ডিএনসি-র মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধারপূর্বক আটক ২।
***********************************
=============================
১) তারিখঃ ২১/০৫/২০২৪ইং
২) সময়ঃ ১৯.২০-১৯:৫০ঘটিকা
৩)
ঘটনাস্থলঃ মৌলভীবাজার মডেল থানাধীন কুসুমবাগস্থ নিপ্পন সি এন জি এলপিজি কনভারসন এন্ড ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ নামক নমীয় দোকানের সামনে রাস্তার উপর।
৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার এর সম্মানিত উপপরিচালক জনাব মিজানুর রহমান শরীফ মহোদয় এঁর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব জাকির হোসেন এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
#আসামী১. পপি আক্তার মনি (৩৫)অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ২০ (বিশ) পিস এবং অপর
#আসামী২ মোঃ আলাল মিয়া(২৫) অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১০ (দশ)পিস সর্বমোট ৩০ (ত্রিশ)পিস উপরোক্ত জায়গা থেকে পাওয়া যায়।
৬) আটককৃত ব্যাক্তির পরিচয়ঃ ১.পপি আক্তার মনি (৩৫), পিতা-মৃত ছোবান মিয়া, মাতা-ময়বুন নেছা,সাং-মাজদিহি গুচ্ছ গ্রাম, নারায়নছড়া ,থানা শ্রীমঙ্গল,জেলা মৌলভীবাজার।
২.মোঃ আলাল মিয়া (২৫),পিতা-মৃত আলকাস মিয়া,মাতা-রিনা বেগম,সাং- শমসেরগন্জ,ডাক-ডুপারহাট,থানা সদর, জেলা মৌলভীবাজার।
৭) আইনগত ব্যবস্থাঃ আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক), মৌলভীবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।