Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৌলভীবাজার ডিএনসি-র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক ও পলাতক এক।
বিস্তারিত
মৌলভীবাজার  ডিএনসি-র মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পলাতক ১।

১) তারিখঃ ২৬/০৯/২০২৪ইং
২) সময়ঃ ১১.৩০-১২:১০ঘটিকা 
৩) ঘটনাস্থলঃশ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকা উকিল বাড়ি রোডস্থ #তালিকাভুক্ত আসামী সাগর রবিদাশ নিজ বসত ঘর।
৪)  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার এর সম্মানিত উপপরিচালক জনাব মিজানুর রহমান শরীফ মহোদয় এঁর সার্বিক তত্ত্বাবধানে ও উপ পরিদর্শক জনাব আবদুল্লাহ আল মামুন এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ #আসামী১. মনির হোসেন (২৮)অবৈধ মাদকদ্রব্য গাঁজা ০১ (এক) কেজি দুইশত গ্রাম তার ব্যবসায়িক পার্টনার সাগর রবিদাশ এর বাসায় পাওয়া যায় কিন্তু #তালিকাভুক্ত_আসামী সাগর রবিদাশ ডিএনসি এর কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 
৬) পলাতক আসামীর পরিচয়ঃ ১. সাগর রবিদাশ (৩৩), পিতা-মৃত ধশরথ রবিদাশ মাতা-ময়না রবিদাশ,সাং-আরামবাগ আবাসিক এলাকা ,থানা- শ্রীমঙ্গল ,জেলা- মৌলভীবাজার।  
৭)আটককৃত আসামীঃ ১.মনির হোসেন(৩৩), পিতা-মৃত শামসুল মিয়া,মাতা-আনোয়ারা বেগম, সাং-মুসলিমবাগ আবাসিক এলাকা উকিল বাড়ি রোড,থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। 
৮) আইনগত ব্যবস্থাঃ আসামীর বিরুদ্ধে  উপ পরিদর্শক জনাব আবদুল্লাহ আল মামুন  বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ও ৪১ধারায়, শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/09/2024
আর্কাইভ তারিখ
31/12/2024