শিরোনাম
মৌলভীবাজার ডিএনসি-র মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধারপূর্বক আটক ১।
বিস্তারিত
১) তারিখঃ ২৮/১০/২০২৪ইং
২) সময়ঃ ১১.৩০-১২:১০ঘটিকা
৩)
ঘটনাস্থলঃ শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও বাজার আমরাইলছড়া রোডস্থ টমটম সমিতির সামনে রাস্তার উপর।
৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার এর উপপরিচালক জনাব মিজানুর রহমান শরীফ মহোদয় এঁর নির্দেশনায় ও পরিদর্শক জনাব জাকির হোসেন এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
#আসামী১. দেলোয়ার হোসেন (৪০)অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১০২(একশত দুই) পিস উপরোক্ত জায়গা থেকে পাওয়া যায়।
৬) আটককৃত ব্যাক্তির পরিচয়ঃ ১. দেলোয়ার হোসেন (৪০), পিতা-সৈয়দ আহমদ,মাতা-পিয়ারা বেগম,সাং- মাধবপাশা রেলওয়ে কলনী, থানা- শ্রীমঙ্গল,জেলা মৌলভীবাজার।
৭) আইনগত ব্যবস্থাঃ আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক), শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।