শিরোনাম
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস - ২০২৪
বিস্তারিত
অদ্য ১৪ জুলাই ২০২৪ খ্রি. তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ পালিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোসা. শাহিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ড. উর্মি বিনতে সালাম মহোদয়। স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক জনাব মিজানুর
রহমান শরীফ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব সুদর্শন রায় মহোদয়। সিভিল সার্জন জনাব ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ মহোদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জসিম উদ্দিন মাসুদ মহোদয়। অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র্যালীতে জেলা প্রশাসক মহোদয় সহ বিভিন্ন ডিপার্টমেন্টর প্রতিনিধিবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও এনজিও ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান এর শেষ পর্যায়ে প্রধান অতিথি মহোদয় মাদকবিরোধী শপথ পাঠ করান এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যারা বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।