Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বড়লেখা থানাধীন বারই গ্রামে গাঁজাসহ আটক একজন মাদক ব্যবসায়ী
বিস্তারিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , মৌলভীবাজার কর্তৃক উদঘাটিত মামলার তথ্য :
১) ঘটনার তারিখ ১৭.০৬.২০২৫
২)সময়ঃ  ১৩:১০-১৩:৪৫ ঘটিকা।
৩) ঘটনাস্থল: বড়লেখা থানাধীন বারই গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী আবদল কুদ্দুছ (৫২) এর পূর্ব  দুয়ারী সেমেপাকা  ০৩(তিন) কক্ষ বিশিষ্ট নিজ দখলীয় বসতঘরের পশ্চিম  পাশের কক্ষের খাটের তোষকের নীচে আলামত প্রাপ্ত।  
৪) বিষয়: মামলা উদঘাটনের জন্য অভিযান৷ 
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: 
   একটি সিনথেটিক ব্যাগে কাগজ দ্বারা মোড়ানো গাঁজার পুরিয়া ৭১(একাত্তর)  টি, ওজন ৩৫০(তিনশত পঞ্চাশ) গ্রাম।
৬) আটককৃত ব্যক্তির পরিচয় : 
আবদুল কুদ্দুছ  (৫২) গ্রেফতার, পিতা: মৃত. মুদরিস আলী,  মাতা: মৃত. নেহারুন নেছা , সাং-  বারই গ্রাম, বড়লেখা পৌরসভা, ০৩ নং ওয়ার্ড, থানা: বড়লেখা , জেলা: মৌলভীবাজার।  
৭) গৃহীত আইনগত ব্যবস্থা: আসামীর বিরুদ্ধে বড়লেখা  থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 
৮)বাদী:
মোঃ আবদুল্লাহ আল মামুন , উপপরিদর্শক।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/06/2025
আর্কাইভ তারিখ
31/12/2025