শিরোনাম
বর্মাছড়া চা বাগানে চোলাই মদ আটক।
বিস্তারিত
অভিযান : মৌলভীবাজার "ক" সার্কেল
১) ঘটনার তারিখ- ০৯/১২/২০২৪ ইং।
সময়: ১২:২০-১৩:০০ ঘটিকা।
২)
ঘটনাস্থল: শ্রীমঙ্গল থানাধীন বর্মাধারা চা বাগানস্থ পলাতক আসামী কৌশলা বুনার্জীর নিজ দখলীয় বসতঘর।
৩) পলাতক আসামীর নাম ও ঠিকানা: কৌশলা বোনার্জী (৫১), পিতা:মদন বোনার্জী, মাতা,রাধা বোনার্জী, স্থায়ী সাং- বর্মাছড়া চা বাগান, ডাকঘর- কেজুরিছড়া,থানা- শ্রীমঙ্গল , জেলা -মৌলভীবাজার।
৪) আলামত: একটি প্লাস্টিকের জারে আ্যলকোহালযুক্ত চোলাই মদ ১০ লিটার
৫) ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ২৪(ক)।
৬) বাদী: আবদুল্লাহ আল মামুন
উপ পরিদর্শক
মৌলভীবাজার "ক"সার্কেল।