অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
মোট অভিযানের সংখ্যা: ০৬টি।
০১)অভিযানের তারিখ ও সময়: ২৭.০১.২০২৫ খ্রি:। ১০.৪০-১১.২০ ঘটিকা।
ঘটনাস্থল: কুলাউড়া থানাধীন লংলা চা বাগান কুকি টিলাস্থ আসামীর নিজ দখলীয় বসতঘর।
মামলা: ০১ টি(নিয়মিত)
০১ জন(গ্রেফতার)
আসামীর নাম ও ঠিকানা: তুলসি রবিদাস(৪১) , পিতা: মৃত চার দুখুয়া রবিদাস মাতা-মৃত.চার নাগেশ্বরী রবিদাস,
সাং- কুকি টিলা, লংলা চা বাগান , থানা -কুলাউড়া জেলা- মৌলভীবাজার।
আলামত:
০১) ০২ টি প্লাস্টিকের জারে এ্যালকোহলযুক্ত চোলাইমদ মোট ১২ লিটার ।
০২)০৬ ছয় টি মাটির বড় মটকায় এ্যালকোহলযুক্ত চোলাইমদ তৈরির উপকরণ ওয়াশ ৩০০ লিটার
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক ২৪(খ) ও ৩৭।
বাদী: কাঁকন রায়, উপপরিদর্শক।
০২)অভিযানের তারিখ ও সময়: ২৭.০১.২০২৫ খ্রি:। ১৩.০০-১৩.৪০ ঘটিকা।
ঘটনাস্থল: কুলাউড়া থানাধীন ক্লিভডন চা বাগান লম্বা টিলাস্থ আসামীর নিজ দখলীয় বসতঘর।
মামলা: ০১ টি(নিয়মিত)
আসামির সংখ্যা:
০১ জন(পলাতক)
আসামীর নাম ও ঠিকানা: সিতারাম ছত্রী(৫৩) , পিতা: মৃত প্রসন্ন কুমার ছত্রী, মাতা-মৃত.ফুলমনি ছত্রী,
সাং- লম্বা টিলা, ক্লিভডন চা বাগান , থানা -কুলাউড়া জেলা- মৌলভীবাজার।
আলামত:
০১) ০১ টি নীল রংয়ের পলিথিন এ মোড়ানো গাঁজা ০১ (এক) কেজি।
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক ১৯(ক) ।
বাদী: জাকির হোসেন , পরিদর্শক।