Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুলাউড়া থানাধীন রেল লাইন আউটার সিগনাল রোড ও ভূমি অফিস রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত
অভিযান : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
অভিযানের সংখ্যা: ০৮ টি।
ক) ঘটনার তারিখ- ১৩.০৩.২০২৫ খ্রিঃ।
সময়: ০৯:০০-১৯.০০ ঘটিকা।
খ) ঘটনাস্থল: কুলাউড়া  থানাধীন রেল লাইন আউটার সিগনাল রোড ও ভূমি অফিস রোড এলাকা। 
জেলা: মৌলভীবাজার।
গ) আসামীদের নাম ও ঠিকানা:
 ১) মোঃ বিল্লাল হোসেন  (৩৫), পিতা- মৃত জাহের মিয়া
মাতা-জাহানারা বেগম
সাং- রেল কলোনী, দক্ষিণ বাজার, থানা: কুলাউড়া 
জেলা : মৌলভীবাজারl
২) মোঃ শাহীন আহম্মদ(৩১),
পিতা- মৃত মনির আলী
মাতা-রোসনা বেগম
সাং- হোসেনপুর, ০৬ নং ইউ/পি, থানা: কুলাউড়া 
জেলা : মৌলভীবাজার।
৩) মোঃ মিনহাজ(৪৮),
পিতা- নাসির মিয়া
মাতা- মৃত নেহার বেগম 
সাং স্থায়ী ঠিকানা : বালিরচর, ০৪ নং ওয়ার্ড, বড়লেখা পৌরসভা 
থানা: বড়লেখা,
জেলা : মৌলভীবাজার। বর্তমান সাং - উত্তর জাঙ্গীরাই, থানাঃ জুড়ি, জেলাঃ মৌলভীবাজার। 
৪) মোঃশহিদুল ইসলাম (৫২),
পিতা-মৃত. ইসমান আলী
মাতা- মৃত জবা বেগম
সাং- জয়পাশা, ০৬ নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা,  
থানা: কুলাউড়া 
জেলা : মৌলভীবাজার।
ঘ) আলামত: গাঁজা= ৪২০ গ্রাম।
ঙ) ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫)।
চ) মোবাইল কোর্ট মামলা নং- ৪২,৪৩,৪৪,৪৫।
ছ) বাদী: 
১) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক।
২) কাঁকন রায়, উপপরিদর্শক।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/03/2025
আর্কাইভ তারিখ
31/12/2025