অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার এর উদ্যোগে কদমহাটা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান শিক্ষক জনাব মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকা জনাব লাভলী বেগম,অভিবাভক সদস্য জনাব মুকিত মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জনাব আবদুল্লাহ আল মামুন। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী শপথ পাঠ করান এবং মাদকবিরোধী লিফলেট ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস