শিরোনাম
ইয়াবা ও গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আটক।
বিস্তারিত
অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
অভিযানের সংখ্যা: ০৪ টি।
অভিযানের তারিখ ও সময়: ১৮.০২.২০২৫ খ্রি:। ১২.০০-১২.৪০ ঘটিকা।
ঘটনাস্থল: শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া চা বাগান আসামী বাসন্তী দাশ এর নিজ দখলীয় বসতঘর ।
মামলা:
আসামির সংখ্যা:
০১ জন(গ্রেফতার)
আসামীর নাম ও ঠিকানা: ১।বাসন্তী দাশ (৫২),
স্বামী: শংকর রবিদাশ, পিতা-মৃত:বাবুলাল দাশ, মাতা- ফুলবাসিয়া দাশ।
সাং- ভাড়াউড়া চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
আলামত:
০১। ০১ টি সিনথেটিক ব্যাগের ভিতর কাগজ দ্বারা মোড়ানো ছোট-বড় গাঁজার পুরিয়া ৭৫ (পঁচাত্তর)টি, যার ওজন ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা।
০২| ০১টি কালো রংয়ের জিপারযুক্ত
পলিপ্যাকেটে রক্ষিত মিথাইল অ্যামফিটামিনযুক্ত,যার কথিত নাম ইয়াবা ৩০ (ত্রিশ) পিস।
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক ১০(ক)ও ১৯(ক)